ইরানের সামরিক ঘাঁটিতে ২১ থেকে ২২ জুন রাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যাপক বোমা হামলা চালায় তাতে ঐ অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে । ফলে, যুদ্ধের বিশৃঙ্খলা , নিস্তব্ধতার পরিবেশ তৈরি এবং নিরলস বর্বরতা প্রদর্শনের ক্ষেত্রে একটি নতুন পর্যায়ের সূচনা হয়েছে ।
একটি সাম্রাজ্যবাদী শিবির আর অন্য একটি সাম্রাজ্যবাদী শিবিরের বিরুদ্ধে নিজেড় পক্ষে সমর্থন আদায়ের জন্য নানাবিধ ফন্দিফিকির আঁটছে যা সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলছে। এমতাবস্থায় সমস্ত দেশের সর্বহারা শ্রেণীকে অবশ্যই এই সংঘাতের যে কোনও তথাকথিত 'রফাসূত্র' প্রত্যাখ্যান করতে হবে। কারণ শাসকশ্রেণীর লক্ষ্য হল যেকোনো একটি দেশ বা যেকোনো একটি বুর্জোয়া গোষ্ঠীকে সমর্থন করার জন্য সাধারণ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করা। বিপ্লবীদের অবশ্যই সর্বহারা আন্তর্জাতিকতাবাদের জন্য লড়াই করা উচিত । কারণ এটিই এখন একমাত্র রক্ষার যোগ্য নীতি ।একমাত্র শ্রেণীসংগ্রামই পারে ক্রমাগত সংকট এবং যুদ্ধ-অর্থনীতির আবর্তে তলিয়ে যাওয়া এই পুঁজিবাদী ব্যবস্থাকে উৎখাত করতে এবং মানবজাতিকে যুদ্ধের বর্বরতা থেকে উদ্ধার করতে ।
ইতিমধ্যে ছড়িয়ে পড়া ঘটনাগুলির গুরুত্ব বিচার করে , আমরা শনিবার ২৮ শে জুন, লন্ডনটাইম দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে একটি অতিরিক্ত আন্তর্জাতিক পাবলিক মিটিং আয়োজন করেছি। আমরা সেই সভায় বিভিন্ন ভাষার প্যাডগুলি সরবরাহ করব, যাতে যে কোনও ভাষাভাষীর পক্ষে অংশগ্রহণের ক্ষেত্রে কোনও বাধা না থাকে।
আপনি যদি সেই আলোচনায় উপস্থিত থাকতে চান তবে দয়া করে আমাদের ইমেল করুনঃ [email protected]